যশোর প্রতিনিধি: চলমান পরিস্থিতিতে সহকর্মীদের আর্থিক ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোর। গণমাধ্যম মালিক ও প্রশাসনের প্রতি এই দাবি জানানো হয়।
সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) সভাপতি শহিদ জয় ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান এক বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, করোনাভাইরাস বিস্তৃত হওয়ার ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও যশোরের সাংবাদিকরা কাজ করতে বাধ্য হচ্ছেন। অথচ তারা অরক্ষিত।
বিবৃতিতে বলা হয়, যশোরের কয়েকটি পত্রিকা কর্তৃপক্ষ তাদের কর্মীদের জীবনের ঝুঁকির কথা বিবেচনা করে কর্মপরিধি সীমিত করেছে। কিন্তু সেসব পত্রিকার ফটোসাংবাদিকরা মাঠে রয়েছেন। ঢাকাভিত্তিক গণমাধ্যম ও স্থানীয় অনলাইন পোর্টালগুলোর সংবাদকর্মীরাও এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে দায়িত্ব পালন করে চলেছেন। অথচ এসব সংবাদকর্মীর জীবনের নিরাপত্তা তথা আর্থিক ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমের মালিকরা কোনো উদ্যোগই গ্রহণ করেননি।
বিবৃতিতে নেতৃদ্বয় সব সংবাদপ্রতিষ্ঠানকে তাদের কর্মীদের জীবনমানের উন্নয়ন ও চলমান বাজার পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় আর্থিক সুবিধার পাশাপাশি মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহের জন্য জন্য পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদানসহ যাবতীয় সহযোগিতার জন্য গণমাধ্যম মালিক ও প্রশাসনের প্রতি আহ্বান জানান।
জেইউজে’র দপ্তর সম্পাদক ইকতিয়ার রহমান ইমন স্বাক্ষরিত বিবৃতিতে এই তথ্য দেওয়া হয়েছে।