চ্যানেল খুলনা ডেস্কঃএকাদশ সংসদের ৬ষ্ঠ অধিবেশন (শীতকালীন) শুরু হবে ৯ জানুয়ারি। অধিবেশনের শুরুতে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরবেন রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হবে। সরকারি দল ও বিরোধী দলসহ সকল দলের সংসদ সদস্যরা ভাষণে অংশ নেবেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। ৯ জানুয়ারি (বৃহস্পিতবার) বিকেল ৪ টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। তার আগে বিকেল ৩টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমা নির্ধারিত হবে।