সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর বুধবার বিকেলে প্রতœতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয় এবং বিভাগীয় জাদুঘর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সচিব বলেন, আলোকিত সমাজ গড়ে তোলার জন্য সবাইকে সংস্কৃতিমনা হতে হবে। প্রতœতাত্ত্বিক নিদর্শনগুলো সকল জাতির জন্য অমূল্য সম্পদ। এসম্পদ আমাদের ইতিহাস ও ঐতিহ্যের সাথে মিশে আছে। এগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস সচেতন করার জন্য প্রচার-প্রচারণার মাধ্যমে জাদুঘরে আনার যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল, প্রতœতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।