সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকলকে স্বাস্থ্য পরিচর্যা ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরীর অভ্যাস গড়ে তুলতে হবে-সিটি মেয়র | চ্যানেল খুলনা

সকলকে স্বাস্থ্য পরিচর্যা ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরীর অভ্যাস গড়ে তুলতে হবে-সিটি মেয়র

চ্যানেল খুলনা ডেস্কঃ  খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি ভাইরাস করোনার সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরীর অভ্যাস গড়ে তুলতে হবে। ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক বিচ্ছিন্নতার মাধ্যমে এর সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। সিটি মেয়র সরকারিভাবে নির্দেশিত সাবান দ্বারা দিনে কয়েকবার হাত ধোয়া, মুখে মাক্স ব্যবহার ও যেখানে-সেখানে কফ-থুথু ফেলা থেকে বিরত থাকার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান। আতংকিত না হয়ে সম্মিলিতভাবে এ দুর্যোগ থেকে প্ররিত্রাণ পেতে হবে বলে তিনি উল্লেখ করেন।

সিটি মেয়র আজ সোমবার বিকেলে মহানগরীর ৩১টি ওয়ার্ডের মাঠ পর্যায়ে কর্মরত কেসিসি’র পরিচ্ছন্নতাকর্মীদের সাথে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। নগরীতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত ও মশক নিধন কার্যক্রম আরো জোরদার করতে এ সভা আহবান করা হয়।

সভায় সিটি মেয়র করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাস্তা ও ড্রেনে জীবাণুনাশক ছিটানোর পাশাপাশি মশক নিধনের ঔষধ স্প্রে এবং পানি নিস্কাষনের সুবিধার্থে ড্রেনসমূহ পরিস্কার ও স্লুইচ গেটসমূহ সচল রাখার নির্দেশ দেন। এছাড়া তিনি বৈশ্বিক দুর্যোগকালীন এ সময়ে সততা ও আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য কঞ্জারভেন্সী বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন।

কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, কঞ্জারভেন্সী কর্মকর্তা মো: আনিসুর রহমান, সহকারী কঞ্জারভেন্সী অফিসার নুরুন্নাহার এ্যানী, মো: আব্দুর রকিব, এস এম আব্দুল ওয়াদুদ, মোল্লা মারুফ রশীদ, শেখ হাফিজুর রহমান, মো: জিয়াউর রহমানসহ কঞ্জারভেন্সী সুপারভাইজিং ইন্সপেক্টর ও সুপারভাইজারগণ সভায় উপস্থিত ছিলেন।

সকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধকল্পে কেসিসি পরিচালিত নগর স্বাস্থ্য কেন্দ্রসমূহের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং নিরাপত্তায় নিয়োজিতদের মাঝে এক হাজার সেট পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করেন। কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আব্দুল্লাহ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলামসহ কেসিসি’র আরবান প্রাইমারী হেলথ কেয়ার সেন্টারের চিকিৎসক. স্বাস্থ্য কর্মী ও স্বাস্থ্যসেবাদানে নিয়োজিত বেসরকারি সংস্থা নবলোক, ব্রাক, সিএসএস সহ কয়েকটি সংস্থার প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

সোনাডাঙ্গায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ডাবলু গ্রেপ্তার

‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়’ ধর্ম উপদেষ্টা

দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: গয়েশ্বর চন্দ্র রায়

খুলনায় পুলিশের এডিসি কামরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা মহানগরে ১০টি স্থানে ভর্তুকিমূল্যে কৃষিপণ্য বিক্রি চলছে

খুলনায় জাপা কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।