“ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই স্লোগানকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা রোধে যাত্রীদের করণীয়, সড়ক দুর্ঘটনায় হ্রাস ও নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
শনিবার (১৫ মার্চ) খান জাহান আলী থানার শিরোমনি খুলনা -যশোর মহাসড়কে গণসেবা সংস্থার উদ্যোগে এ লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
এর আগে বেলা সাড়ে ১১ টায় শিরোমণি সংস্থার কার্যালয় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি আকলিমা খাতুনের সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক শেখ আব্দুস সালামের পরিচালনায় সভায় বক্তৃতা করেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন, সহ-সভাপতি এস এম মাসুম বিল্লাহ, সংসাধারন সম্পাদক শেখ শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান লিটন, মরিয়াম খাতুন, ফরিদা খাতুন, এমদাদুল ইসলাম, শেখ আসলাম হোসেন, শেখ আলমগীর হোসেন, মোহাম্মদ রানা শেখ, মহম্মদ বাচ্চু শেখ, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ সাগর হোসেন প্রমুখ।