সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষে খালিশপুরে টুটুল স্মৃতি সংসদকে ক্যারাম বোর্ড প্রদান করা হয়। ২১ জুন সোমবার বিকেল সারে ৫ টার সময় খালিশপুর পৌরসভার মোড়ে টুটুল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা হাফিজুর রহমান মিলন-এর হাতে উপহার সরূপ ক্যারাম বোর্ড প্রদান করেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদ।
এসময় তিনি বলেন সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষে ও বর্তমান মোবাইল মুখো যুব সমাজকে সুন্দর পরিবেশে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা প্রতিটি মানুষকে শারিরীক ও মানুষিক ভাবে সুস্থ রাখতে অনেক বড় ভূমিকা পালন করে।
টুটুল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা হাফিজুর রহমান মিলন-এর সভাপতিত্বে ও সাবেক খেলোয়াড় শরিফুল ইসলাম বাবু’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেসিসি’র ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান মনির, শিক্ষক আমিনুল ইসলাম পিন্টু, মাহবুব আলম, মফিজ হুমায়ুন কবির রাজা, মেহেদী হাসান টিপু, সাফিন, মামুন, মাফি প্রমুখ।