বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন দীর্ঘ সময় ধরে। কিন্তু চিকিৎসা গ্রহণ করতে পারেননি বহু বছর।
বিএনপির এক সূত্রে জানা যায়, সোমবার অথবা মঙ্গলবার একটি বিশেষায়িত বিমানে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যাবেন বিএনপি চেয়ারপারসন। এবং তার সঙ্গে থাকবেন মেডিকেল বোর্ডের চিকিৎসক, নার্স ও ব্যক্তিগত সহকারীরা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার তারিখ সুস্পষ্টভাবে বলতে পারব না।’
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান, ম্যাডাম বিদেশ যাবেন এটা ঠিক আছে। তবে ৬ জানুয়ারি যাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়নি।
এইদিকে বিএনপির দলীয় সূত্র বলছে, খালেদা জিয়ার সঙ্গে সাতজন চিকিৎসকসহ ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল যাবে।
জানা গেছে, খালেদা জিয়া প্রথমে লন্ডনে যাবেন তার ছেলে তারেক রহমানের কাছে। এরপর সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাবেন। ইতোমধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ভিসা নেয়া হয়েছে। ১৫ জন সফরকারীর তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখসহ নানান জটিলতায় ভুগছেন।