মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : আবারও অধ্যক্ষ শিকদার মোঃ জিননুরাইন’কে (দৈনিক পূর্বাঞ্চল) সভাপতি এবং এম এম মফিজুর রহমান’কে (দৈঃ দেশ সংযোগ, যায়যায়দিন. এফএনএস) সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য প্রেস ক্লাব মোল্লাহাটের কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাব মোল্লাহাট কার্যালয়ে শুক্রবার সকাল ১০টা হতে দুুপুর ১টা পর্যন্ত চলমান সাধারণ সভায় উৎসব মূখর পরিবেশে ও অত্যন্ত শৃঙ্খলভাবে সদস্যদের প্রস্তাব ও সর্বসম্মত সিদ্ধান্তে এ কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
এছাড়া কমিটির নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম (দৈনিক প্রবাহ), সহ-সভাপতি এ্যাডঃ এস,এম, জামিরুল হক মিন্টু (দৈনিক ফলাফল), সহ-সভাপতি শেখ সোহেল রানা (দৈনিক সমাজের কথা), মিয়া পারভেজ আলম (দৈনিক তথ্য) ও এস,এম, রাজীব সিদ্দিকী (দৈনিক বাংলার খবর), যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন (একাত্তর টিভি, দৈনিক ভোরের পাতা), সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম রসুল (দৈনিক দেশ সংযোগ), মোঃ মনিরুজ্জামান মোল্লা (দৈনিক অনির্বাণ) প্রচার সম্পাদক, অধ্যাপক অরুন কুমার দাস (সাঃ সারাজাহান) কোষাধ্যক্ষ।
কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন-মোর্শেদা আকতার রতœা, মোঃ তকিবুল ইসলাম, মোঃ জিন্নাত আলী শিকদার, এস,এম, মিজানুর রহমান ও মোঃ ইমলাক শেখ।