শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, সমবায় সমিতি মানুষের কল্যাণে কাজ করে থাকে। সমিতির প্রধান উদ্দেশ্য হলো সদস্যদের আর্থ-সামাজিক কল্যাণ নিশ্চিত করা। দেশের উন্নয়নে সমবায় সমিতির ব্যাপক অবদান রয়েছে। এ সমিতি যেন মেহনতি মানুষের জন্য অকল্যাণ বয়ে না আনে সেদিকে সংশ্লিষ্টদের নজর দিতে বলেন তিনি।
আজ (শনিবার) বিকালে খুলনার ফুলবাড়িগেট বণিকপাড়া খ্রীষ্টিয়ান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা পরবর্তীতে মানুষের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে সমবায় সমিতি প্রথা চালু করেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নের জন্য সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের মৌলিক চাহিদা নিশ্চিতে দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ, ছেলে-মেয়েদের উপবৃত্তি চালুকরণ, ভূমিহীনদের বাসস্থান এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন করেছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার বয়স্কভাতা, প্রতিবন্ধীভাতা, বিধবাভাতা, মুক্তিযোদ্ধাভাতাসহ বিভিন্ন ভাতা চালুসহ ভাতার পরিমাণ বৃদ্ধি করেছেন।
খ্রীষ্টিয়ান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’র সভাপতি সাইমন তুষার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, মহেশ^রপাশা বেনেডিক্ট মঠের ফাদার প্রেমানন্দ কর্মকার, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, কেসিসি’র সাবেক প্যানেল মেয়র মোঃ মনিরুজ্জামান খান খোকন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাদাত মিনা, সমবায় সমিতি’র সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লরেন্স কুন্দা পল্টু, সমিতির প্রশাসনিক কর্মকর্তা সিলভাষ্টার সরকার প্রমুখ।