সমাজ ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তৃণমূলের জনপ্রতিনিধি অর্থৎ ইউপি মেম্বারগণ। কিন্তু তারা রয়েছে রাস্ট্রযন্ত্রের প্রতিটি ধাপেধাপে বঞ্চিত ও অবমূল্যায়িত। সরকারী ভাতাসহ অন্যন্য সুযোগ-সুবিধায় রয়েছে সব থেকে পিছিয়ে। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের কল্যাণে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজকরা ইউপি মেম্বারগণ সর্বক্ষেত্রে উপেক্ষিত এবং নিঘৃত। তাদের নায্য অধিকার বাস্তবায়ন করা এখন সময়ের ব্যপার মাত্র। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন খুলনা জেলা শাখা আয়োজিত“তৃণমূল জনপ্রতিনিধিদের অধিকার আদোয়ে করণীয়” শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসকল কথা বলেন। ৮ অক্টবর’২২ শনিবার সকাল ১০টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা জেলা শাখার সভাপতি এসএম ফরিদ রানা। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি,সাবেক বিরোধী দলীয় হুইপ শেখ হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, স্বাধীনতা সাংবাদিক ফোরামের সভাপতি মকবুল হোসেন মিন্টু, টিভি রিপোর্টর্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মুন্না, বিশেষ বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক ও যশোর জেলা শাখার সভাপতি আব্দুল কাদের। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ সাইফুল ইসলাম, জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ দেলোয়ারা বেগম, যুগ্ম সম্পাদক সরফুদ্দীন বিশ্বাস বাচ্চু, যুগ্ম সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল, জেলা আ’লীগনেতা জামিল খান, শিউলী সরোয়ার, যুবলীগনেতা জলিল তালুকদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন।
সভায় ইউপি মেম্বারগণের মধ্যে বক্তব্য রাখেন সরদার মাসুদ রানা, বোরহান ফকির, আব্দুল হালিম মুন্না, একেএম আকবার আলী, দুলাল মহালদার, হাফিুজুর রহমান, অপূর্ব মল্লিক, জাহিদ হাসান বাদশা, আব্দুল্লাগ আল মামুন, মাসুম বিল্লাহ, আবু সাইদ, পার্থ রায় মিঠু, সালেহা রহমান, সেলিম শেখ, মুজাহিদুল ইসলাম, আমানত খান, নূর হোসেন, জাহিদুর রহমান, আজিজুল মল্লিক, রেজাউর রহমান প্রিন্স, আয়ুব আলী মোল্যা, শাহানেওয়াজ শেখ, মারুফা বেগম, নুরনাহার বেগম, ফেরদাউস রহমান, শেখ শাহবুদ্দীন, পাখী বেগম, মুরাদ মলঙ্গী, মাহাবুবুর রহমান, এসএম লুৎফর রহমান।
সভায় ইউনিয়ন পরিষদের ক্ষমতায়ন এবং মেম্বারদের রাজস্ব খ্যাত থেকে সম্মানী ভাতা বৃদ্ধি, ওয়ার্ড পর্যায়ে মেম্বারগণের কার্যলায়স্থাপন, উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভায় প্রতিনিধিত্ব, পুলিশ হয়রানি বন্ধ, চিকিৎসা ও উৎসব ভাতা প্রদানসহ ১১দফা উপস্থাপন করা হয়।