খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বাষিক সম্মেলন সফল ভাবে সম্পন্ন হওয়ায় এবং এম.এ নাসিম কে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আসাদুজ্জামান রাসেল কে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে খুলনা মহানগর নব-নির্বাচিত নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দক্ষিণাঞ্চলের আওয়ামী রাজনীতির অভিভাবক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, বাগেরহাট -১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ.ফ.ম বাহাউদ্দীন নাছিম, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর, বিসিবি’র পরিচালক ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র জননেতা শেখ সোহেল উদ্দিন, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা নৌ-পরিবহণ মালিক গ্রুপের সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ বেলাল উদ্দীন বাবু, তারুণ্যের অহংকার বাগেরহাট -২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন’সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্যবৃন্দ, সম্মেলন সমন্বয় কমিটি ও সম্মেলন উপলক্ষে গঠিত বিভিন্ন উপ কমিটির সদস্যদের। নেতৃবৃন্দ আরও বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন প্রিন্ট ও ইলেকট্্রনিক মিয়িডার সাংবাদিক বন্ধু, কেএমপি ও আইন শৃঙ্খলা বাহিনী এবং খুলনা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ প্রতি অনুরোধ রেখে অপর এক বিবৃতিতে; খুলনা মহানগরীকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার লক্ষে মহানগরীর অভ্যন্তরে সম্মেলন উপলক্ষে ব্যবহৃত সকল ধরণের প্যানা ব্যানার ফেস্টুন নিজ নিজ দায়িত্বে দ্রুত সময়ের মধ্যে সরিয়ে ফেলার জন্য নির্দেশ দিয়েছেন খুলনা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম.এ নাসিম ও সাধারণ সম্পাদক এস.এম আসাদুজ্জামান রাসেল।