চ্যানেল খুলনা ডেস্কঃজরুরি মুহূর্তে সরকারি তথ্য, সেবা, অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা বাস্তবায়নের সেবা পাওয়া যাবে কলসেন্টার ‘৩৩৩’—এ। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, সাধারণ মানুষ সরকারের সকল মন্ত্রণালয়ের সেবা পেতে ৩৩৩ কল সেন্টারে ফোন করলে দ্রুত সেবা পাবে। সরকারের এই কল সেন্টার চালুর পর থেকে ৩০ জুন পর্যন্ত বাগেরহাট জেলার ১৫ হাজার ৪৪২ জন নারী-পুরুষ এই সেবা গ্রহণ করেছে।
বাগেরহাটের সকল মানুষ ৩৩৩ কল সেন্টারে ফোন করে যেন তাদের কাঙ্ক্ষিত সেবা পায়, সেটা নিশ্চিত করতে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।