খুলনা ৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেন, হাসিনার সরকার আমলে ডুমুরিয়ার ডাউন মাগুরখালী এখন টাউন এ উন্নীত হয়েছে। স্বাধীনতা পরবতী দীর্ঘ পথ পরিক্রমায় এ অঞ্চলটি যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। রাজনীতিতে এসেছি বঙ্গবন্ধুর আর্দশ বুকে বাধন করে কোন লোভ লালসার মোহে নত হয়নি। মানুষের কল্যানে কাজ করেছি কোন বিভেদ করেনি এলাকার উন্নযনে। আর এসব কিছু সম্ভব হয়েছে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়েছেন এজন্য।’ তাই আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে ভোটারদেরকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ রোববার দিনব্যাপি ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের ঝরঝরিয়া বিনাপানি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন, আলাদিপুর স্কুল মাঠ, তপোবন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পথসভায় সভাপতিত্ব করেন মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা। সন্ধ্যায় শরাফপুর ইউনিয়নের বানিয়াখালী স্কুল মাঠে পথসভা অনুষ্ঠিত হয়।
বানিয়াখালী স্কুল মাঠে অনুষ্ঠিত পথ সভায় নারায়ান চন্দ্র চন্দ বলেন, এই ডুমুরিয়া এক সমযে ছিল সন্ত্রাসীদের নিরাপদ আবাসভূমি। কিন্তু সেই অবস্থা এখন আর নেই। একটি দুষ্টু চক্র আবারও ডুমুরিয়ায় সন্ত্রাসী কার্যক্রম চালানোর পায়তারা করছে। নৌকায় ভোট দিয়ে তাদের সমচিত জবাব দিতে হবে। শরাফপুর ইউনিয়নের বানিয়াখালী স্কুল মাঠে পথ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা রিজাউল করিম গোলাদার।
পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ও বক্তব্য দেন ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড, সুজিত অধিকারী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার, সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, এম এম সুলতান আহম্মেদ, খান আবু বক্কার, ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, আওয়ামী লীগ নেতা মোল্ল্যা জাহিদুল ইসলাম, মোল্ল্যা সোহেল রানা প্রভাষক সুলগ্ন বসু, অরিন্দম মল্লিক, সরোজ মন্ডল, মনোজ সরকার শুসান্ত মন্ডল, কল্লোল মন্ডল, শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি, মনোরজ্ঞন দাস, আলমগীর মোড়ল, হাবিবুল্লাহ বাবলু, মাসুদ বিশ্বাস, মিজানুর রহমান, কামরুল ইসলাম, ফিরোজ আহম্মেদ, মাহাবুর রহমান, সেলিনা বেগম, রোকেয়া বেগম, আরাফাত হোসেন, শাকিল, এ্যাড. বিভূতি গোলদার প্রমুখ।