সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্দি-কাশিতে কফ সিরাপ নয়, বিকল্প নাগালেই | চ্যানেল খুলনা

সর্দি-কাশিতে কফ সিরাপ নয়, বিকল্প নাগালেই

চারদিকে জেঁকে বসেছে শীত। ঠাণ্ডায় গ্রামাঞ্চলে জবুথবু অবস্থা। জ্বর, সর্দি, কাশি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফলশ্রুতিতে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধের দোকান থেকে কফ-সিরাপ কিনে খাচ্ছেন অনেকে।

কিন্তু জানেন কী? এসব সিরাপের বহু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ প্রবণতায় খিঁচুনি, ঝিমুনি, ঘুম ঘুম ভাব, অস্বাভাবিক হৃৎস্পন্দন, কিডনি, যকৃতের সমস্যাসহ নানা ক্ষতি হতে পারে।

তাই হুট করে কাশির সিরাপ খাওয়া বন্ধ করুন। এতে হাইড্রোকার্বন থাকে। মূলত বুকব্যথা ও খক খক কাশি কমাতে এটা ব্যবহৃত হয়। হাইড্রোকার্বন এক ধরনের মাদক, যা শরীরের স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর।

সিরাপের মরফিন স্নায়ু ও পেশি শিথিল করে। এফিড্রিনের কারণে শ্লেষ্মা শুকিয়ে যায়। চিকিৎসকরা বলছেন, খুব প্রয়োজন না হলে ফ্যানের বাতাস খাওয়া যাবে না। এসিও বন্ধ রাখুন।

সর্দি-কাশি হলে যা করবেন-
# গরম পানি-চা পান করুন, ভেপার নিন, গার্গল করুন। এসব করলে ভাইরাসের সংক্রমণ কমবে। সেটার কর্মক্ষমতা নষ্ট হবে। প্রচুর পরিমাণে পানি পান করুন। এতে কফ পাতলা হবে।

# শুকনো কাশি হলে কিংবা গলা খুশ খুশ করলে হালকা গরম পানিতে একটু লবণ দিয়ে কুলকুচি করুন। মুখে কোনো লজেন্স, লবঙ্গ বা আদা রাখলে আরাম পাবেন।

# হাঁপানি ও অ্যালার্জির রোগীরা সাবধান থাকুন। কারণ, এখন আবহাওয়া আর্দ্র থাকবে। কনকনে ঠাণ্ডা পড়বে। তাই নিয়মিত মধু-হলুদ খান।

# এসময় হাঁপানির জটিলতা বাড়ে। ইনহেলার পাশে রাখুন। বিশেষ করে বয়স্করা। বাড়িতে তৈরি করুন উদ্ভিজ্জ চা। ব্যবহার করুন তুলসী- তেজপাতা, লেবু, কমলা, তেঁতুল, আদা, লবঙ্গ, আমড়া, আমলকির নির্যাস।

# বাচ্চা থেকে বয়স্ক সবাই বারবার রসুন-পেঁয়াজ খান। এতে থাকা অ্যারোমা শ্বাসযন্ত্রকে ভেতর থেকে পরিষ্কার রাখে। সেই সঙ্গে সাইনাসের সমস্যা দূর করে। আর হ্যাঁ, গরম কাপড়-চোপড় পরতে ভুলবেন না।

https://channelkhulna.tv/

স্বাস্থ আরও সংবাদ

যে অভ্যাসে বিয়ের পরও মুটিয়ে যাবেন না

খেজুর দিয়েই কেন ইফতার শুরু করা হয়?

রোজা রাখার যত উপকারিতা

খাবারের পর জোয়ান খেলে কী হয়

ডায়াবেটিসের মহৌষধ বর্ষজীবী উদ্ভিদ উষনি শাক

যে হরমোনের কারণে শিশুর শারীরিক বৃদ্ধি থেমে যায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।