বুধবার বিকালে এই এমপি ও তার স্ত্রী ঝর্ণা হোসেনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
টানা চারবারের এমপি একাব্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
তার একান্ত সচিব ইকবাল বিন মতিন বৃহস্পতিবার বলেন, অক্সিজেন স্যাচুরেশন কম হওয়ায় স্যার এবং ম্যাডামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য লক্ষণ তেমন নেই। এখন সুস্থ আছেন।
ইকবাল জানান, কয়েকদিন আগে ঝর্ণা হোসেনের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর মঙ্গলবার এমপি একাব্বর হোসেনের জ্বর ও শরীরে ব্যথা হলে বুধবার সকালে তিনিও নমুনা দেন।
বিকেলে ৬৪ বছর বয়সী একাব্বরের রিপোর্টও পজিটিভ আসে। জ্বর ও শ্বাসকষ্ট অনুভব করায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
এমপি একাব্বরের ছেলে তাহরীম হোসেন সীমান্ত বুধবার রাতেই ফেসবুকে পোস্ট দিয়ে জানান, তার বাবা-মাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিএমএইচে ভর্তি করা হয়েছে।