দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ব্রেভ প্রকল্পের আয়োজনে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত পরিষদ ও স্থানীয় সুশিল সমাজের প্রতিনিধিদের নিয়ে সহিংস উগ্রবাদের বিরুদ্ধে সচেতনতামূলক মতবিনিময় সভাটি আজ ২১ অক্টোবর ২০২১ তারিখ সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মিঠাখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ব্রেভ প্রকল্পের মাস্টার ট্রেইনার পিযুশ কান্তি মজুমদার, আবুল কাশেম, মোংলা উপজেলা সমন্বয়কারী কাজী মিজানুর রহমান, ইউনিয়ন সমন্বয়কারী প্রসেনজিৎ সরদার ও মো. শাহ আলম। এছাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্যবৃন্দ, নারী নেত্রী, শিক্ষক, ইয়ুথ টিমের সদস্যবৃন্দ ও ধর্মীয় প্রতিনিধি উপস্থিত ছিলেন । সভার শুরুতেই দি হাঙ্গার প্রজেক্ট এর প্রতিনিধিবৃন্দ নবনির্বাচিত পরিষদকে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করেন। উপজেলা সমন্বয়কারী কাজী মিজানুর রহমান এর সঞ্চালনায় ব্রেভ প্রকল্পের লক্ষ্য ও উদ্যেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন পিযুশ কান্তি মজুমদার। সভায় গত এক বছরে অত্র ইউনিয়নের ব্রেভ প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরা সহ এবং আগামীতে এই প্রকল্পের মাধ্যমে যেসকল কর্মসূচি বাস্তবায়িত হবে তা শেয়ার করেন। সভায় বক্তব্য রাখেন ব্রেভ ইয়ুথ টিমের দলনেতা অনিক মন্ডল, মসজিদের ইমাম মো. আইয়ুব আলী, পুরোহিত সঞ্জিব মুখোপাধ্যায়, ইউপি সচিব মো. গফ্ফার হোসেন, ইউপি সদস্য আয়শা আক্তার, শেখ মনিরুল ইসলাম, মো. শাহিন সরদার, মো. আজমল শেখ,তুষার পোদ্দার, মোল্যা গোলাম রসুল, সোহরাব গাজী,মো.মতলেব শেখ, মো. উকিল উদ্দিন, ব্রেভ প্রকল্পের মো.আবুল কাসেম ও টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধাংশু ঢালী। সভায় উপস্থিত সকলে একমত পোষন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ব্রেভ প্রকল্পের লক্ষ্য ও উদ্যেশ্য বাস্তবায়নে তাদের এলাকার সকলকে নিয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম জোরদার করবেন বলে জানিয়েছেন। মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মতবিনিময় সভার সভাপতি উৎপল কুমার মন্ডল বলেন – দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ অত্র ইউনিয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে।বিশেষ করে এসডিজি বাস্তবায়নে সংস্থাটি সরকারের সহযোগি ভূমিকা পালন করছে। ব্রেভ প্রকল্পের মাধ্যমে সকল ধর্মীয় উগ্রপন্থা সহ অন্যান্য আরো যে কারনে সহিংসতা সৃষ্টি হয় সে সম্পর্কে আজকের আলোচনা খুবই জরুরী ছিল। আমরা আমাদের ইউনিয়নকে সহিংস উগ্রপন্থা মুক্ত রাখার জন্য সকলে মিলে কাজ করবো । তিনি দি হাঙ্গার প্রজেক্টকে এমন একটি সভা আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানান এবং সভায় উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।