২০২০ সালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অন্তত ৫০ জন সাংবাদিক এবং গণমাধ্যম কর্মী খুন হয়েছেন। রিপোর্টার্স উইথাউট বর্ডার্স (আরএসএফ) এ তথ্য জানিয়েছে।
সংঘবদ্ধ অপরাধ, সন্ত্রাস, দুর্নীতি, মাদক, সরকার বা পরিবেশগত বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে এসব সাংবাদিক মারা গেছেন। এর অধিকাংশ সাংবাদিকের মৃত্যু হয়েছে গণতান্ত্রিক দেশে। যেগুলোতে যুদ্ধের আঁচ নেই।
সেই তালিকায় রয়েছে মেক্সিকো, ভারত ও পাকিস্তান। সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর তালিকায় শীর্ষ পাঁচে রয়েছে এ তিন দেশ।
চলতি বছর মেক্সিকোতে আট সাংবাদিক মৃত্যুবরণ করেছেন। যেখানে যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তান ও ইরাকে নিহত হয়েছেন যথাক্রমে পাঁচজন এবং তিনজন।
ভারতে এ সংখ্যা প্রতিবছর বাড়ছে। এবার দেশটিতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবেদন করতে গিয়ে পাঁচজন সাংবাদিক মার্ডার হয়েছেন। আর ভারতীয়দের চিরশত্রু পাকিস্তান ও ইরানে একজন করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বাকিরা বিভিন্ন দেশের।
এ বছর প্রাণঘাতী করোনাভাইরাস মহামারীর করাল গ্রাস থেকে নিস্তার পাননি সাংবাদিকরাও। এ শ্রেণির শত শত লোকজন কোভিড-১৯ এ আক্রান্ত পৃথিবীর মায়া ছেড়ে চিরতরে বিদায় নিয়েছেন।