সাংবাদিক মানিক সাহা হত্যা মামলা পূণরায় তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বলে দাবী করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে‘র) নেতৃবৃন্দ। শনিবার সকাল ১১ টায় ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত একুশে পদক প্রাপ্ত সাংবাদিক মানিক সাহার ১৮তম মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় এই দাবী রাখেন সাংবাদিক নেতৃবৃন্দ।
খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সাবেক সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম কাজল, সহ সভাপতি মহেন্দ্র নাথ সেন, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, বিএফইউজের নির্বাহি সদস্য কৌশিক দে বাপ্পী, খুলনা প্রেস ক্লাবের নব নির্বাচিত কোষাধ্যক্ষ এস এম কামাল, আসাদুজ্জামান রিয়াজ, রকিব উদ্দিন পান্নু, প্রবীর কুমার বিশ্বাস। এ সময় আরো উপস্থিত ছিলেন রাশেদুল আহসান বাবলু, তিতাস চক্রবর্তী, দেবনাথ রনোজিৎ রনো, দেবব্রত রায়, আব্দুল মালেক, মোঃ মিলন হোসেন, মোঃ হাসানুর রহমান তানজির, দিলীপ বর্মন, সাগর সরকার, এস এম বাহাউদ্দীন বাহার, মোল্লা শাহাজালাল মিলন, আবু সাঈদ, হাসান আল মামুন, পলায় দত্ত, রাজু সাহা, জাকারিয়া হোসেন তুষার, জাহিদুল ইসলাম, এস এম জাহিদুল ইসলাম সাগর, শশাঙ্ক স্বর্নকার প্রমুখ। সভা পরিচালনা করেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে‘র) যুগ্ম সম্পাদক নিয়ামুল হাসান কচি। সভার শুরুতে সাংবাদিক মানিক সাহার আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে খুলনা প্রেস ক্লাব প্রাঙ্গনে শহীদ সাংবাদিক স্মৃতি স্তম্ভে পুষ্পস্তাবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে‘র) নেতৃবৃন্দ।