খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নির্বাহী কমিটির সদস্য, দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক মিলন হোসেনের পিতা গুরুতর অসুস্থ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছেন। তিনি বুধবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে আইসিইউতে নিয়ে ভর্তি করা হয়। তার দ্রুত সুস্থতা কামনা করে খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিদাতারা হলেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, যুগ্মসম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মানিরুজ্জামান, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম।