নামে বেনামে অর্থ সরিয়ে নেয়ার অভিযোগে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সংস্থাটির উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় কমিশন।
দুদকে আসা বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, ভুয়া প্রতিষ্ঠান খুলে টাকা তোলার পাশাপাশি কর্মচারীদের নামে তিনি ঋণ নিয়েছেন। আবার করোনাভাইরাসের কারণে সরকারের ঘোষিত প্রণোদনা তহবিল থেকেও শ্রমিকদের বেতনের নামে মিথ্যা তথ্য দিয়ে বেশি টাকা তুলেছেন। আমজাদ হোসেন রাজধানীর কোনো শাখায় এসব অনিয়ম না করে বেছে নিয়েছেন এসবিএসি ব্যাংকের খুলনা ও কাটাখালী শাখাকে। তার ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলনা ও কাটাখালীকেন্দ্রিক। তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ২ (শ) ধারায় সম্পৃক্ত অপরাধ করার অভিযোগের অনুসন্ধান করা হবে।
এর আগে ব্যাংকটিতে তার নিজের এবং স্ত্রী-কন্যার শেয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছিলো দুদক।