ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। রূপগঞ্জের এক কর্মকর্তার সূত্রে এই খবর নিশ্চিত হওয়া গেছে।
তবে দল নিশ্চিত হলেও সাকিবের খেলা কিন্তু নিশ্চিত নয়। কারণ গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন সাকিব। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে চাইলেও শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সদ্য সমাপ্ত আসরে চিটাগং কিংসে নাম লিখিয়েও আর খেলা হয়নি তার।
তাই সাকিব ডিপিএলে রূপগঞ্জে নাম লেখালেও দলটির হয়ে আদৌ তার খেলা হবে, সে ব্যাপারে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। এ বিষয়ে ক্লাবটির ওই কর্মকর্তা বলেছেন, ‘ক্রিকেটীয় কারণে আমরা সাকিবকে দলে নিয়েছি। সে দেশে আসতে পারলে আমাদের হয়ে খেলবে। না আসতে পারলে সেটা ভিন্ন ব্যাপার।’
এদিকে শুধু দেশে ফেরাই নয়, সাকিবের বোলিং অ্যাকশন নিয়েও আলোচনা রয়েছে। কারণ বোলিং অ্যাকশন ‘অবৈধ’ সাব্যস্ত হওয়ায় এখন নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করছেন তিনি। দুই দফা পরীক্ষা দিয়েও নিজের অ্যাকশন শোধরাতে পারেননি।
যদিও অ্যাকশন অবৈধ হলেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বল করতে বাধা নেই সাকিবের। লিজেন্ডস অব রূপগঞ্জ সেই কারণেই তাকে দলে নিয়েছে। তবে সাকিব দেশে ফিরে খেলতে পারবেন কিনা তা একদমই অনিশ্চিত।
প্রসঙ্গত, মার্চের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ। লিগ উপলক্ষে রবি ও সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হচ্ছে দলবদল।