আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে প্লাবনের পানিতে ভেঙ্গে যাওয়া রাস্তায় মাটির কাজ উদ্বোধন হয়েছে। শনিবার সকালে সড়কের মাটির কাজের শুভ উদ্বোধন করা হয়।
সুপার সাইক্লোন আম্ফান ও পরবর্তীতে নদীর পানি বৃদ্ধি পেয়ে ইউনিয়নের সকল এলাকার সড়ক ভেঙ্গে বিলীন হয়ে গেছে। এসব সড়কে মাটির কাজ করে আপাতত সড়ক যোগাযোগ ব্যবস্থা করা হবে। পরে সড়কগুলোতে ইটের কাজ বা কার্পেটিং করা হবে। এলক্ষ্যকে সামনে রেখে মুসলিম এইড এর আর্থিক সহায়তায় ৮নং ওয়ার্ডে মাদিয়া শিরসা জিসি রাস্তা হতে উত্তরমুখো গামী মাটির রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন। এসময় মুসলিম এইড এর কর্মকর্তা, ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।