আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে সাতক্ষীরার কুলিয়া ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানের কর্মী সমার্থকদের মধ্যে দ্বন্দ্ব কেন্দ্র করে হামলা, ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এতে সাবেক চেয়ারম্যান আছাদুল হকের সমার্থীত কুলিয়া ইউনিয়ন যুবলীগের অফিসে হামলা, আসবাবপত্র ভাংচুর এবং যুবলীগের দুই কর্মীকে মারপিট করার অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানাগেছে, হামলাকারী ফারুক হোসেন ও রওশন আলম দক্ষিন কুলিয়া গ্রামের মৃত রাজ্জাক সরদারের ছেলে। শুক্রবার সকাল ১০টার দিকে বিএনপি নেতা ফারুক হোসেন, রওশন আলমসহ তাদের অপর দুই ভাই শফিকুল ইসলাম শফি ও মহাসিনকে নিয়ে যুবলীগ কার্যালয়ে অতর্কিত হামলা ও ভাংচুর করে। সেসময়ে কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেনসহ আজিজুল ইসলাম ও গোলাম রসুল নামের আরও দুই যুবলীগ কর্মী ওই দলীয় কার্যালয়ে বসে ছিলেন। হামলা ও ভাংচুরকালে বাঁধা দেয়ার চেষ্টা করলে যুবলীগ নেতা মোশারফ হোসেনকে প্রাননাশের হুমকি এবং অপর দুই যুবলীগ কর্মী আজিজুল ইসলাম ও রওশন আলমকে মারপিট করে হামলাকারী বিএনপি নেতা ফারুক হোসেন, রওশন আলম, শফি ও মহাসিন।
এঘটনায় কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দেবহাটা থানার সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী জানান, কুলিয়া ইউনিয়ন যুবলীগের কার্যালয় ভাংচুরের অভিযোগের বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।