সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে ২দিনে ৩১ ট্রাক ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে।
দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধের পর শনিবার ভারত থেকে দেশে পেঁয়াজ আমদানি শুরু হয়।
রবিবার ২০ টি ট্রাকে মোট ৫০৮.১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়। এর আগে শনিবার ১১ ট্রাকে ২৯০.৮০ মেট্রিকটন পেঁয়াজ আসে বাংলাদেশে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, শনিবার থেকে ভারতীয় পেঁয়াজ আসছে। দীর্ঘদিন পেঁয়াজ বন্ধ থাকায় ব্যবসায়ীরা ক্ষতির সম্মূখিন হচ্ছিল। পেঁয়াজ আসায় ব্যবসায়ীদের মাঝে স্বস্থি ফিরতে শুরু করেছে।
ভোমরা বন্দরের সহকারী কমিশনার কার্যালয়ের রাজস্ব কর্মকর্তা আকবর আলী জানান, দুইদিনে ৭৯৮.৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। প্রথম দিনের থেকে ২য় দিন আরো বেশি পেঁয়াজ এসেছে। আগামী দিনগুলো আরো বেশি পেঁয়াজ আসতে পারে।
উল্লেখ্য, গত বছরের ১৪ সেপ্টম্বর থেকে ভারত সরকার পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে। এরপর ২৯ নভেম্বর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।