চ্যানেল খুলনা ডেস্কঃ সাতক্ষীরায় দুই ছাত্রসহ নতুন করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হাসাইন সাফায়েত।
তিনি জানান, সদর উপজেলার দেবনগরের ওই দুই ছাত্রের বাড়ি লকডাউন করা হয়েছে। সেখানে টানানো হয়েছে লাল পতাকা।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার জানান, ওই দুই ছাত্রসহ জেলার দেবহাটা উপজেলায় ২৪ জন, সদর উপজেলায় ৪ জন, আশাশুনি উপজেলায় ৩ জন, কলারোয়া উপজেলায় ৩ জন, তালা উপজেলায় একজন ও শ্যামনগরে একজন করোনায় আক্রান্ত হয়েছেন।