বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ওজন ও পরিমাপ যাচাই এবং পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সংক্রান্ত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে সাতক্ষীরা তালার পাটকেলঘাটার মেসার্স চৌধুরী এন্ড সন্স, মেসার্স বিসমিল্লাহ ভান্ডার, মেসার্স মুকুন্দ ফ্লাওয়ার মিল এন্ড ডাল মিল ও সদরের মারকাজ মসজিদের পাশেের মেসার্স হাসিব ফুড, কাটিয়ার হুগলী বেকারী, কদমতলার কালাম বেকারীকে পরিদর্শন ও ওজনযন্ত্র যাচাই করা হয়। ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদপত্র এবং উৎপাদিত পণ্যের অনূকূলে মোড়কজাত নিবন্ধন সনদ নেওয়ার জন্য নির্দেশ দেয় বিএসটিআই।
অন্যদিকে সদরের পলাশপোলের জায়হুন ডেইরী শপ এর মোড়কজাত আবেদনের প্রেক্ষিতে কারখানা পরিদর্শন করে পরীক্ষণ প্রতিবেদন প্রস্তুত করে অভিযানকারিরা ।
এছাড়াও জেলার আশাশুনির বুদহাটা বাজার ও মহেশ্বরকাঠি মৎস্য আড়ৎ সমিতির সভাপতির সাথে তাদের ব্যবহৃত ওজনযন্ত্রসমূহ বাৎসরিক ভেরিফিকেশন ও স্ট্যাম্পিং এর ব্যাপারে আলোচনা করে বিএসটিআই।
উক্ত অভিযানটি সহকারী পরিচালক, (মেট্রোলজি) মো: কাউসার আলী এর নেতৃত্বে পরিদর্শক (মেট্রোলজি) মো: রাকিব ইসলাম কর্তৃক পরিচালিত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।