‘সম্মিলিত প্রচেষ্টায়, কুষ্ঠকে করি জয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ ফেব্র“য়ারি) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও সিএসএস/টিএলএমআইবি (এইপি) প্রকল্পের সহযোগিতায় র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াতের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা এমওডিসি ডা. মেহুবুবা রহমান। আরও বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মো. জিয়াউর রহমান, আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. সুদেঞ্চা সরকার, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবত্তী ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহিনুর খাতুন।
এসময় কুষ্ঠ পরিস্থিতি নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন টিএলএমআইবি প্রকল্পের কর্মকর্তা খালেকুজ্জামান। সভায় কুষ্ঠ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহবান জানানো হয়। এছাড়া এ উপলক্ষে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।