সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকী বাজারে অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে বাজারের ফাহাদ ফুডস্ এন্ড ক্যাফের সামনে রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটবককৃত মাদক ব্যবসায়ির নাম মোঃ গোলাম হাবিব (৩৭)। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব বিড়ালক্ষী গ্রামের গোলাম বারীর ছেলে।
র্যাব সূত্র জানায়, জেলার শ্যামনগর থানাধীন নওয়াবেকি বাজার এলাকায় কয়েক ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল রাত সোয়া ৮টার দিকে সেখানে অভিযান চালায়। এসময় নওয়াবেকি বাজারের ফাহাদ ফুডস্ এন্ড ক্যাফে’র সামনে রাস্তার উপর থেকে গোলাম হাবিবকে গ্রেপ্তার করে র্যাব। পরে তার দেহ তল্লাশী করে তার কাছ থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে শ্যামনগর থানায় পুলিশে সোপার্দ করা হয়।
র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় শ্যামনগর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।