সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে দেবহাটা উপজেলা প্রশাসনের আয়ােজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তছলিমা আক্তারের
সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রলয়ের সচিব মােঃ সফিকুল আহম্মদ।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মােস্তফা কামাল, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব শামীমুজ্জামান, খুলনা সড়ক বিভাগের তত্বাবধায়ক তাপসী ব্যানার্জী, সাতক্ষীরা জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন হোসেন রতন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
কর্মকর্তারা বলেন, সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কটি জেলার ৪ টি উপজেলার সাথে মিশে গেছে। এই সড়কটি সুন্দরবনের সাথে একমাত্র যোগাযোগের সড়ক হওয়ায় দ্রুত উন্নয়ন করা হবে। সড়কটি অত্যন্ত ব্যাস্থতম হওয়ায় সড়কের গঠন অনুযায়ী রাস্তার প্রস্থত বাড়ানো হবে। তাই সকলকে সড়ক উন্নয়ন কাজে সহযোগিতা করতে হবে।
Attachments area