খাল ও নদীর ইজারা বাতিল করে জেলা প্রশাসক বলেন, সাতক্ষীরার জলাবদ্ধতা দূরীকরণের জন্য সকল খাল ও নদী দখল মুক্ত করা হবে। সে লক্ষ্যে আজ থেকে সাতক্ষীরার সকল সরকারি খাল ও নদীর ইজারা বাতিল করা হলো। এবং অবিলম্বে প্রতিটি উপজেলার ইউএনওর কাছে লিখিতভাবে এ আদেশের কপি পাঠানো হবে।
খাল দখলদারদের উদ্যেশ্যে তিনি বলেন, আজকের পর থেকে যদি কেউ খাল দখল করে রাখে তবে তার স্থান হবে জেলে। সমাজের যে স্তরের ব্যাক্তিই খাল দখল করুক না কেন তার একমাত্র স্থান হবে কারাগার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নাগরিক সংলাপে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, জেলা নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জিএম নূর ইসলাম, জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম প্রমুখ।