শহরের কলাহল আর ব্যাস্থ নাগরিকের স্বস্থির নিশ্বাস নিতে শহরের পাশেই গড়ে তোলা হয়েছে এক সৌন্দর্যে ভরা বাঁকাল ইকো পার্ক। ২০১৮ সালের ১লা জানুয়ারী তৎকালীন জেলা প্রশাসক আবুল কাসেম মোঃ মহিউদ্দিনের উদ্যোগে বাঁকাল ডিসি ইকো পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। পরবর্তীতে ধীরে ধীরে নানাভাবে সজ্জিত করা হচ্ছে পার্কটি। কিন্তু করোনার প্রাদুর্ভাবে গত কয়েক মাস যাবৎ বন্ধ থাকার পর পূনরায় পার্কের কার্যক্রম চালু হওয়াতে এলাকাবাসিসহ পার্কে ঘুরতে আসা দর্শনার্থীদের মনে উৎসাহ ও আনন্দ বিরাজ করছে।
প্রতিদিন শত শত দর্শনার্থী আসেন ডিসি পার্কে। সাতক্ষীরার বর্তমান জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর তত্বাবধানে বাঁকাল ডিসি ইকো পার্কের সাজাতে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে।
পার্কটিতে চলার জন্য পাকা রাস্তা, পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুল বাগান, দর্শনার্থীদের বসার জন্য গোল চত্বর সহ নানাভাবে সজ্জিত হবে এমনটিই জানানিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া শিশুদের বিনোদনের জন্য ৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য ‘শিশু কর্নার’ এর বিনোদন সামগ্রী প্রস্তুত, স্থাপনকাজ অচিরেই শেষ হবে। শিশুদের বিনোদনের জন্য ‘শিশু কর্নার’ স্থাপন, মিনি গার্ডেন, প্রবেশ গেইট হতে ‘সম্প্রীতি’ নামাঙ্কিত চিংড়ি চত্ত্বর অভিমুখী রাস্তা নির্মান, সৌন্দর্য বর্ধন ও চিংড়ি চত্ত্বরকে ঘিরে গোলাকার রাস্তা নির্মান। ডিসি ইকোপার্কের লেক, শিশু কর্ণার, বসার স্থান ইত্যাদি ব্যাবস্থা রয়েছে পার্কটিতে। এছাড়া গত শুক্রবার (০৬ নভেম্বর) ডিসি ইকো পার্কে দর্শণার্থীদের জন্য আধুনিক ঘোড়া গাড়ি উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।