সাতক্ষীরা প্রতিনিধিঃ আইসিসির এক বছরের নিষেধাজ্ঞায় পড়েছেন বিশ্বের সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। ২০১৬ সালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালি এলাকায় ৩৫ বিঘা জমির গড়ে তোল সাকিব আল হাসানের কাঁকড়ার খামার কেমন চলছে।
সাকিব আল হাসানের বন্ধু আরেক ক্রিকেটার সগীর হােসেন পাভেল জানান, সুন্দরবন উপর নির্ভরশীল জেলেদের কাছ থেকে কাকড়া সংগ্রহ করা হয়ে সেটা নরম হলে প্রোসিসং করে বিভিন্ন এলাকায় পাঠানো হয়ে থাকে।এই ফার্মের কাঁকড়া প্যাকেটজাত করে বিদেশে রফতানি করা হয়। সাকিবের কাঁকড়া খামার ও প্রোসিসং প্লান মোটামুটি ভালো চলছে।
তিনি আরো বলেন, এই এলাকাটি আইলা আঘাতে ক্ষতিগ্রস্থ। কাজের সুযোগ অনেক কম। কিন্তু এই খামারটি গড়ে উঠার পর অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।
তিনি আরও বলেন, অনেক সাকিবের কাঁকড়া খামার বলে দেখতে আসে। কিন্তু কাঁকড়া খামারে সবাই প্রবেশের অনুমতি দিলে অনেক ক্ষেতে সমস্যা হয়। সে কারণে এর মধ্যে প্রবেশ নিষেধ। অনেকে বাইর থেকে দেখে চলে যায়।