খান গোলাম মুর্শিদকে আহবায়ক ও শেখ আতিকুজ্জামান ইয়ামিনকে সদস্য সচিব করে সর্বসম্মতিক্রমে বাগেরহাটের ফকিরহাট সদরের ঐতিহ্যবাহী সাতশৈয়া পল্লী মংগল সমিতি’র ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সর্বস্তরের সব শ্রেনী-পেশার অসংখ্য গ্রামবাসীর উপস্থিতিতে পল্লী মংগল সমিতি প্রাংগনে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য ৫ সদস্য হলেন শেখ মোসারেফ হোসেন,শেখ মফিজুল ইসলাম,শেখ আল মামুন বাবু, শেখ আরিফুল ইসলাম পাভেল ও শেখ মুরশিদ হোসেন। আহবায়ক কমিটি গঠন কেন্দ্রিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতশৈয়া গ্রামেরই সন্তান, বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা।
স্বেচ্ছাসেবক দল নেতা শেখ আ: সালাম এর সঞ্চালনায় ওই সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সমাজসেবক শেখ আ: বারী।
এ সময় প্রবীণদের মাঝে শেখ গোলাম মোস্তফা, শেখ ফজিলত হোসেন, বজলুল হক জুমো, শেখ সিদ্দিকুর রহমান, শেখ আ: জলিল, পল্লী মংগল সমিতির সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান, শেখ নাসির উদ্দীন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক খান লিয়াকত হোসেন সহ অসংখ্য গ্রামবাসী উপস্থিত ছিলেন।