নগরীর দোলখোলা সানফ্লাওয়ার পূজা উদযাপন কমিটির ৫১তম শ্রী শ্রী শ্যামাপূজা ১৪২৯ এর কমিটি গঠন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় অনুপ সাহাকে সভাপতি ও রাজু সাহাকে সাধারণ সম্পাদক করে ৭৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও সার্বিক পরিচালনায় রয়েছেন সাগর মজুমদার ও দেবাশীষ দাস (রিমন)। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি অতনু কর বাপ্পা, সৌরভ দাস, তপন শীল, দেবদাস বিশ্বাষ, সৌরভ মিত্র, সুজিত সাহা, গোপাল কুন্ডু, জয় কর, বিমল সাহা, রতন শীল, রনি সরকার, ডাঃ প্রনব বিশ্বাষ বাপ্পা, সৈকত কুমার দাস। কোষাধ্যক্ষ কিংকর শীল, সৌরভ সাহা। যুগ্ম সম্পাদক বাসুদেব সাহা, অমিত দাস, গোবিন্দ কুন্ডু, শংকর কুন্ডু, প্রিতম সাহা। সহ সাধারণ সম্পাদক মিল্টন সরকার, অমিত বালা, রুহুল তরফদার, স্বদেব সাহা, শুভ সরকার, দিপক শীল, অমিত শীল, জয়দেব কুমার, জয়ন্ত চর্কবর্তী, চন্দন পাল, মিঠুন মিস্ত্রী, সৈকত মজুমদার, জয় পোদ্দার, উৎপল সাহা, বাপী সরকার, সুমন কুমার মন্ডল। সাংগঠনিক সম্পাদক তুতুল ব্যানার্জী, অনিক বিশ্বাষ, সিমান্ত সাহা (স্বাধীন), অনিক সাহা। প্রচার সম্পাদক পাপ্পু সাহা (বাপ্পা), গোপাল শীল, শুভ রায়, কৌশিক দাস, মনোজ কান্তি সাহা। দপ্তর সম্পাদক সৌরভ সরকার, নিলয় ভট্টচার্য্য, প্রিতম শীল, অর্ঘ শীল, রুদ্র সাহা। মহিলা সম্পাদিকা নুপুর দাস, মোহনা মজুমদার, মলি সাহা, বিপাশা ভদ্র, মেঘলা ভট্টচার্য্য, পিংকী কর, বৈশাখী শীল, সোমা মজুমদার, পুজা দাস, ঝুমুর দাস। সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ দাস, স্বাধীন ঘোষ, রুদ্র সেন, স্বপ্নীল সাহা, অভিজিৎ শীল, অন্তু সাহা, শয়ন শীল, আপন দত্ত। সদস্য মধু সাহা, ভজো মজুমদার, বিকাশ দাস, উৎপল দাস, কালী পদ সাহা, অভিজিৎ শীল,শ্রীজন দাস, অংকন মন্ডল, রাহুল কর।