চ্যানেল খুলনা ডেস্কঃএবার গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাবেক উপাচার্য খন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বশেমুরবিপ্রবিতে এসেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান কর্মকর্তা শেখ ফানাফিল্ল্যাহ।মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এ বিষয়ে পৃথক বৈঠক করেন তিনি।
এ সময় তিনি তাদের অভিযোগ প্রদানের জন্য একটি ফরম সরবরাহ করেন। ফরমটিতে বিষয় হিসেবে উল্লেখ ছিল, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. খন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, ভর্তি বাণিজ্য, স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ।’
বৈঠক শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন। এ সময় গণমাধ্যমকর্মীরা তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি অপরাগতা প্রকাশ করেন এবং জানান গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ বিষয়ে কথা বলার অনুমতি নেই। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর বলছে, ‘দুদকের অনুসন্ধান কর্মকর্তা আগামীকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন।’
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেন বশেমুরবিপ্রবির সাবেক উপাচার্য খন্দকার নাসির উদ্দিন। এর আগে তার বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিষয়ে অধিকাংশ অভিযোগের সত্যতা পায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটি এবং তাকে উপাচার্যের পদ থেকে প্রত্যাহারের সুপারিশ করেছে ওই কমিটি। আন্দোলনের মুখে একপ্রকার বাধ্য হয়েই দায়িত্ব থেকে সরে পড়েন দুর্নীতিতে অভিযুক্ত এই সাবেক উপাচার্য।