মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা, সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সোনাডাঙ্গা থানা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য শেখ শহীদ আলীর (৩৮) মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়ে খুলনা মহানগর ছাত্রলীগ। এক শোক বিবৃতিতে খুলনা মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন শেখ শহীদ আলীর মৃত্যুতে আমরা মহানগর ছাত্রলীগ পরিবার গভীর ভাবে শোকাহত, আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন প্রকাশ করছি। সাথে সাথে তার বেহেস্ত কামনা করছি।
উল্লেখ্য যে, শেখ শহীদ আলী ব্যবসায়িক কাজে দিনাজপুরে অবস্থান করছিলেন এবং গতকাল তার চাচা করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর শুনে খুলনায় ফিরছিলেন, পথিমধ্যে কুষ্টিয়ার লালন শাহ ব্রীজের সামনে তার পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে আঘাত করে এবং ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয় ও পিকাআর্প চালক আহত হন। মৃত্যুকালে তিনি আড়াই বছর ও সাত বছরের দুই পুত্র সন্তান, স্ত্রী, মা, ভাই, স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ এশা শেরে বাংলানগর ঈদগাহে তার জানাযা অনুষ্ঠিত হয়ে বসুপাড়া কবর স্থানে দাফন সম্পন্নহবে।
বিবৃতিতাদারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি ও নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন ও মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।-প্রেস বিজ্ঞপ্তি