সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট ব্যবসায়ী, ট্য্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সভাপতি মঈন জমাদ্দার’র মাতা সখিনা খাতুন শুক্রবার (২জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি ৪ পুত্র ১ কন্যাসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিক রোগে ভুগছিলেন।
এদিকে মঈন জমাদ্দারের মৃত্যুর সংবাদ পেয়ে নগরীর বিভিন্ন ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ নগরীর শেরে বাংলা রোডস্থ আমতলা মোড়ে মরহুমার বাসভবনে উপস্থিত হয়ে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। শুক্রবার রাত ১০টায় রায়পাড়াস্থ দারুল উলুম মাদ্রাসা ময়দানের মরহুমের নামাজে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।