খালিশপুর থানা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন কামালের ২৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বাদ যোহর ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে খাদেমুল ইসলাম মসজিদে দোয়া মাহফিল ও তবারক এবং বঙ্গবাসী স্কুল মোওে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা মো: ইমরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধায়নে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, খালিশপুর থান আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান ডাবলু, সাংগঠনিক সম্পাদক আলহাজ মো: জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্র নেতা এস এম নুর হাসান জনি, মহানগর স্বোচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান লিপন, আওয়ামী লীগ নেতা শরীফ কারী মিজানুর রহমান, মরহুমের ছোট ভাই কে এম মঈনুল ইসলাম সোমা, মুরাদ হোসেন, মনিরুল ইসলাম বাবু, তরিকুল ইসলাম রিপন, আব্দুস সাত্তার আনসারী, রিশাদ প্রমুখ।
উল্লেখ্য ১৯৯৮ সালের ২৪ আগস্ট খালিশপুর জুট মিল (সাবেক পিপলস জুট মিল ) এর অভ্যন্তরে দুর্বৃত্তদের গুলিতে আনোয়ার হোসেন কামাল শাহাদাত বরণ করেন।