অবসরের ঘোষণা দিয়ে ফের রাজনীতিতে ফিরছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। ফিলিপাইনের দক্ষিণ সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সোমবার নিবন্ধন করেছেন সাবেক এই মেয়র।
২০১৬ সালে ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে দুতার্তে, প্রায় দুই দশক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশটিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে আলোচনায় আসেন দুতার্তে। তার নির্দেশে মাদকবিরোধী অভিযানে ৬ হাজারেরও বেশি মানুষ মারা যায় ফিলিপাইনে।
মাদকবিরোধী অভিযানের নামে নির্বিচারে মানুষ হত্যা করায়, ২০১৯ সালে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতার বিরুদ্ধে অপরাধী হিসাবে দুতার্তেকে দোষী সাব্যস্ত করে। যেই তদন্ত এখনও চলমান রয়েছে।
পরে ২০২২ সালে দুতার্তের প্রেসিডেন্ট মেয়াদ শেষ হলে তিনি জানান, রাজনীতি থেকে অবসর নেবেন তিনি। বর্তমানে তার মেয়ে সারা দুতার্তে দেশটির ভাইস প্রেসিডেন্ট। তবে অবসর ভেঙে এবার রাজনীতিতে ফিরছেন দুতার্তে।
যদিও তার রাজনৈতিক প্রত্যাবর্তন আটকাতে কঠোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন মানবাধিকার গোষ্ঠী এবং তার রাজনৈতিক বিরোধীরা। তবে এসব উপেক্ষা করেই নির্বাচনে অংশ নেবেন তিনি। কেননা, বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সাথে মতভেদ রয়েছে তার। যাকে কদিন আগেই একজন দুর্বল নেতা এবং মাদকাসক্ত হিসাবে প্রকাশ্যে তিরস্কার করেছেন দুতার্তে।