সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সাব্বিরকে ৪ বছর নিষিদ্ধ করল আইসিসি | চ্যানেল খুলনা

সাব্বিরকে ৪ বছর নিষিদ্ধ করল আইসিসি

এক দুইবার নয়, ছয়বার আইসিসির নিয়ম ভেঙেছেন তিনি। এ কারণে তাকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা চার বছরের জন্য নিষিদ্ধ করেছে। বলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের উইকেটরক্ষক ব্যাটসম্যান গোলাম সাব্বিরের কথা।
নিষেধাজ্ঞার ব্যাপারে আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের মহা ব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেছেন, আরব আমিরাতের হয়ে ৪০টি ম্যাচ খেলেছেন সাব্বির। একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তার কাছ থেকে আরও দায়িত্ববোধের আশা করা হয়েছিল। এছাড়া তিনি সবশেষ তিনটি এন্টি করাপশন সভায়ও উপস্থিত ছিলেন। তিনি আমাদের কাছে কোনো ধরনের তথ্য দেননি। যদিও সাক্ষাৎকার নেওয়ার সময় তিনি আমাদের সঙ্গে কিছু তথ্য বিনিময় করেছিলেন। এখন তাকে নিষেধাজ্ঞা দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এর মাধ্যমে অন্য খেলোয়াড়রাও একটা বার্তা পাবে।

সাব্বিরও আইসিসির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। অর্থাৎ ২০২৫ সালের ২০ আগস্ট পর্যন্ত কোনো পর্যায়ের ক্রিকেট খেলতে পারবেন না তিনি।

২০১৯ সালে সাব্বির দুইবার আইসিসির ২.৪.৪ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন। তখন নেপাল ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলার সময় দুর্নীতির প্রস্তাব পেলেও তা আইসিসিকে অবহিত করেননি তিনি। একই সঙ্গে সাব্বির আইসিসির ২.৪.৫ অনুচ্ছেদও ভঙ্গ করেছেন। সতীর্থের কাছ থেকে তখন ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তা সত্ত্বেও আইসিসির এন্টি করাপশন ইউনিটকে যথাযথ সহায়তা করেননি তিনি। এ ছাড়া ২.৪.৬ এবং ২.৪.৭ এর ধারাও ভঙ্গ করেছেন সাব্বির। ২.৪.৬ ধারায় তিনি মোবাইল-ফোন দিয়ে আইসিসিকে সহায়তা করেননি। আর ২.৪.৭ ধারায় তিনি আইসিসিকে তথ্য দিয়ে সহযোগিতা করেননি।
আন্তর্জাতিক ক্রিকেটে সাব্বির করেছেন ৭০৮ রান। ৪০ আন্তর্জাতিক ম্যাচ ছাড়াও তিনি দেশের হয়ে ৪২টি লিস্ট এ শ্রেণির ম্যাচ ও ১৯টি স্বীকৃত টি-টোয়েন্টিতে খেলেছেন। শেষের দুই ফরম্যাটের মধ্যে লিস্ট এ শ্রেণিতে ১১৬৮ ও টি-টোয়েন্টিতে ২৮১ রান করেছেন তিনি।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

অনন্যাকে নগ্ন ছবি পাঠাতেন ক্রিকেটাররা!

নিগারদের বিশ্বকাপে খেলার অপেক্ষা বাড়াল উইন্ডিজ

ক্লাব ছাড়ছেন ভিনি, হালান্ডে চোখ রিয়ালের!

দেশে ফিরেই মিরপুরে চলে গেলেন তামিম

পিএসএলের উদ্বোধনী দিনেই দুর্ঘটনা, ক্রিকেটারদের হোটেলে আগুন

রেকর্ড গড়েই জয় পেল বাংলাদেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।