মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্য ও ক্রীড়ামন্ত্রী মিন্ত হেতে।
সোমবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন। এতে তিনি লেখেন, আমি স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রণালয় ছেড়ে চলে যাচ্ছি। আমি তিনদিনের জন্য নেপিডো ছেড়ে চলে যাচ্ছি।
মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে, তিনি এমন একজন নেতা, যিনি করোনার বিরুদ্ধে দেশজুড়ে একাই যুদ্ধ করেছেন।
সোমবার স্থানীয় সময় ভোররাতে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী সু চি এবং দলটির জ্যেষ্ঠ নেতাদের আটক করে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সেনাবাহিনী।
এনএলডির মুখপাত্র মিও নয়েন্ট রয়টার্সকে বলেছেন, যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে সু চি ছাড়াও প্রেসিডেন্ট ইউ উইন মিন্ট এবং অন্যান্য জ্যেষ্ঠ নেতা আছেন।