সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ও বিভ্রান্তি প্রতিরোধে সমাজের সকল শ্রেণি- পেশার মানুষের অংশগ্রহণ, রাষ্ট্র, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে খুলনার এক মতবিনিময় সভায় উঠে এসেছে। কোনটি সঠিক কোনটি ভূল এটি জানার কৌশল সম্পর্কে অবগত হলে আগামীতে গুজব প্রতিরোধ সহজ হবে। শনিবার (৩০ ডিসেম্বর) নগরীর জেলা সমাজসেবা কমপেক্স সেমিনার কক্ষে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষক, ইমাম, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী, শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশ নেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) এম. হুমায়ুন কবির বলেন, বর্তমান প্রেক্ষাপটে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিবর্তনশীল সমাজে নতুন প্রেক্ষাপট তৈরি করছে। একটা প্রজন্ম তৈরি হচ্ছে যাদের জীবনের সাথে ও তপ্রতোভাবে জড়িত-প্রযুক্তি। অনেক চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। যা প্রচলিত মূল্যবোধ, প্রতিষ্ঠান ও জীবন পদ্ধতিকে মৌলিকভাবে পরিবর্তন করে দিচ্ছে। সমাজের মাল্টিপ্লায়ারদের এ বিষয়ে সচেতন করতে চাই। যাতে সুযোগগুলোকে আমরা গ্রহণ করতে পারি।
ডিজিটালাইজেশনে সরকার অনেক উদ্যোগ নিয়েছে, অনেক আইন করেছে। যাদের জন্য করছে তারা কতটা উপকৃত হচ্ছে সেটা নিশ্চিত করতে হবে। প্রযুক্তি সাক্ষরতা, ডিজিটাল সিকিউরিটি- নিরাপদভাবে আমরা প্রযুক্তি ব্যবহার করছি কিনা আর ডিজিটাল বিভাজিত দুই প্রজন্ম। যারা সিদ্ধান্ত গ্রহণ করছেন তারা সকলে প্রবীন আর যারা প্রযুক্তি ব্যবহার করছে তারা সকলে নবীন। তাই এ দূরত্ব মেটাতে হবে। দুই দিকের প্রেক্ষাপট যেনে একটা কমন গ্রাউন্ড তৈরি করতে হবে। খুব দ্রুতই পৃথিবী বদলে যাবে। নতুন প্রজন্ম অলরেডি ডিজিটালাইজড হয়ে গেছে। সরকারের পাশাপাশি সমাজকেও এগিয়ে আসতে হবে। তিনি আরও মনে করেন, প্রবীনের অভিজ্ঞতা এবং গতিশীল নবীন প্রজন্মের একত্রিকরণের মাধ্যমে ডিজিটাল চ্যালেঞ্জ এর প্রতিরোধ করতে হবে।
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট-এর গবেষণা সহাকারী ইফতেখার হোসেন-এর একটির তথ্যপত্র উপস্থাপনার পর মতবিানময় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র, খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (দ্িধসঢ়;ক্ষণ) এ জেড এম তৈমুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসিব ইকবাল, খুলনা সিটি কর্পোরেশন-এর কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, সমাজসেবা অধিদপ্তরের খুলনার অতিরিÍ পরিচালক খান মোতাহার হোসেন, সিনিয়র সাংবাদিক আবু তৈয়ব, পরিবেশ সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ, শিক্ষক সমিতি খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সাহা, দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা সহকারী অধ্যাপক মো: মনিরুজ্জামান, রূপান্তরের অসীম আনন্দ দাস, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনার সাধারণ সম্পাদক অ্যাড. বাবুল হাওলাদার, ফাদার সেরেপিন সরকার, খুলনা পল্লী মঙ্গল মাধ্যমি বিদ্যালয় এর প্রধান শিক্ষক শেখ মো: রফিকুল ইসলাম, নিরাপদ কৃষি এন্দলন মঞ্চের সভাপতি এম ডি বাহলুল আলম, দৈনিক সমকাল স্টাফ রিপোটার হাসান হিমালয়, ধ্রুব-এর নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী, পরিবর্তন-খুলনার সমন্বয়কারী শিরিন পারভীন, প্রভাষক এস এম সোহেল ইসহাক, তরিকুল ইসলাম তাজ প্রমুখ।