চ্যানেল খুলনা ডেস্কঃসংসদ সদস্য ও শিল্পপতি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, এই সরকারের আমলে যে হারে উন্নয়ন হয়েছে তা অতীতের কোন সরকারের আমলে হয়নি। আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে তেরখাদার কোন উন্নয়ন করেনি। কিন্তু বর্তমান সরকার এই উপজেলায় ব্যপক হারে উন্নয়ন কাজ করছে। শুধু এই উপজেলায় নয়, সারাদেশেই এই সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে।
গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদের মাসিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খাঁন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মাদ গোলাম মোস্তফা। অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক কে এম আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা ও চৌধুরী আবুল খায়ের, কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আফরিন সিদ্দিকী, একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, শেখ মোঃ মহসীন, উকিল উদ্দিন লস্কর ও ছাগলাদাহ ইউপি চেরারম্যান (ভারপ্রাপ্ত) খান সেলিম আহমেদ, সাংবাদিক রাসেল আহমেদ, মুক্তিযোদ্ধা মোল্লা বোরহান উদ্দিন আহমেদ প্রমুখ। এর আগে এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত খাবার পানি সংরক্ষণের জলাধার বিতরণ করেন। এরপর তিনি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দুপুর ১২টায় এমপি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে উপজেলার নলামারা হাড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মদনঢেঁকি খালের উপর সেতু নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন। দুপুর ১টায় তিনি উপজেলার নাচুনিয়া জুনারী দাখিল মাদ্রাসার নতুন চার তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুপুর ২টায় তিনি উপজেলার আটলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরামের ফিতা কেটে উদ্বোধন এবং বঙ্গবন্ধু গ্যালারী পরিদর্শন করেন। এছাড়া বিকেল ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়ন কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।