দক্ষিণ এশিয়ার বৃহত্তম মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার কমিটির আয়োজনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের খুলনা মহানগর শাখার নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১০ সেপ্টেম্বর ) সন্ধায় সিএসএস আভা সেন্টারে কনফারেন্স হল রুমে কেক কেটা, ফুল দিয়ে বরণ এবং ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নির্যাতন, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং প্রতিরোধসহ বাংলাদেশসহ সার্কভুক্ত দেশ গুলোতে বিভিন্ন সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সভাপতি মো: নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মান্নান বাবলু এর সঞ্চালনায় র্ভাচুয়ালী উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মোহাম্মদ আবেদ আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান ৷
এসময় বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার উপদেষ্টা ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, সিনিয়র সহ সভাপতি গাজী আলাউদ্দিন আহম্মেদ, সহ সভাপতি মোহাম্মদ আরিফ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন খুলনা মহানগর শাখার উপদেষ্টা এস এম শাহনেওয়াজ আলী, ডাঃ এ টি এম মঞ্জুর মোরশেদ, সহ সভাপতি সরদার আবু তাহের, শেখ নাসির উদ্দীন, আব্দুস সালাম শিমুল সহ নব গঠিত কমিটির সকল নেতৃবৃন্দ এবং নতুন সদস্যবৃন্দ।
পরে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার পক্ষ থেকে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে একজন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয় ।