চ্যানেল খুলনা ডেস্কঃজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের অর্থ থেকে ছাত্রলীগকে দুই কোটি টাকার দেয়ার অভিযোগ ওঠার পর থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ও ‘উপাচার্য অপসারণ মঞ্চ’ ব্যানারে বিগত ৩ মাস ধরে আন্দোলন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
আন্দোলনের এক পর্যায়ে গত সোমবার উপাচার্যকে তার বাসভবনে অবরুদ্ধ করে আন্দোলনকারীরা। মঙ্গলবার শাখা ছাত্রলীগ আন্দোলনকারীদের ওপর হামলা চালায় এবং উপাচার্যপন্থি শিক্ষকদের প্রটোকলে বাসা থেকে বের হন জাবি উপাচার্য।
উপাচার্য বিরোধী এ আন্দোলনের প্রথমদিকে রয়েছেন ছাত্র ফ্রন্টের জাবি শাখার নেতাকর্মীরা। অবরোধ চলাকালীন আন্দোলনের অন্যতম সংগঠক ছাত্র ফ্রন্টের জাবি শাখার সভাপতি মাহাথির মুহাম্মদ বলেন, ‘ছাত্রলীগের এক নেতাকে ২৫ লাখ টাকা ঈদ সালামি দিয়ে উপাচার্য বিশ্ব রেকর্ড করেছেন।’
তিনি আরও বলেন, ‘এই দুর্নীতিবাজ উপাচার্যকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর দেখতে চাই না। এখন যদি তাকে বাসা থেকে বের হতে হয় তাহলে আমাদের ওপর দিয়ে মাড়িয়ে বের হতে হবে। আর তিনি যখন এখান থেকে বের হবেন তখন তিনি আর এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকবেন না।’
অন্যদিকে মঙ্গলবারের ঘটনার পর দুপুরে সিন্ডিকেটের জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া বিকেল চারটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দিয়েছে কর্তৃপক্ষ।