খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর ব্যবস্থাপনায় বাংলাদেশ যুব মহিলা লীগ খুলনা জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সেলিনা আক্তার প্রিয়ার বড় মেয়ে মাহিয়া খানম পিংকির আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল সোমবার বিকাল তিনটায় সাংসদের খুলনাস্থ নিজস্ব কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যক্ষ ফ,ম আ সালাম, খুলনা জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন, রূপসা উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নয়ন তারা, তেরখাদা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি নাসিমা কবির, রূপসা উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, উপজেলা যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি রাবেয়া খাতুন স্বর্ণালী, দিঘলিয়া ইউনিয়ন যুব মহিলা লীগের আহ্বায়ক মিরা খাতুন, দিঘলিয়া ইউনিয়ন যুব মহিলা লীগের সহ-সভাপতি রুমানা হাফিজ, অর্চনা বিশ্বাস, যুব মহিলা নেত্রী পারভীন বেগম, রিজিয়া বেগম, মিনারা বেগমসহ দলীয় নেতাকর্মীরা।-খবর বিজ্ঞপ্তি