মৎস্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সাসটেনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় খুলনা জেলার রূপসা উপজেলায় বাস্তবায়িত দক্ষিণ খাজাডাঙ্গা ক্লাস্টারে রূপসা উপজেলার চিংড়ি চাষীবৃন্দদের নিয়ে Good Aquaculture Practice in Cluster Management (Shrimp) শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজকুমার বিশ্বাস, সহকারী পরিচালক, উপপরিচালকের কার্যালয় মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগ খুলনা ;জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার, রূপসা খুলনা; মোঃ তারেক ইকবাল আজিজ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, রূপসা, খুলনা; মোঃ রেজাউল করিম, সহকারী প্রোগ্রামার রুপসা খুলনা।
উপস্থিত ছিলেন মোঃ রাসেল শেখ, মেরিন ফিসারিজ অফিসার; মাসুদুর রহমান, সম্প্রসারণ সহকারি; মিঠুন বিশ্বাস, ক্লাস্টার মবিলাইজার, রুপসা খুলনা। উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষের মাধ্যমে সম্মানিত চাষীবৃন্দ নিরাপদ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে নিজেদের আর্থিক সচ্ছলতা আনয়ন ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।