অনলাইন ডেস্কঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নগরীর সেবাদানকারী সকল সংস্থাসমূহের কাজে সমন্বয়ের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। বিশেষ করে খুলনা সিটি কর্পোরেশন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এবং খুলনা ওয়াসার কর্মকা- পরিচালনার ক্ষেত্রে কাজের সমন্বয় সাধন এখন সময়ের দাবি। এ তিনটি সংস্থাসহ কেসিসি অধিক্ষেত্রের সকল সংস্থা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কর্মকা- সম্পন্ন করলে নগরবাসী অধিকতর উপকৃত হবে বলে তিনি উল্লেখ করেন।
সিটি মেয়র বুধবার দুপুরে নগরীর সিএসএস আভা সেন্টারে কেসিসি, কেডিএ এবং ওয়াসার স্যানিটেশন কার্যক্রমের সমন্বয় সাধনের লক্ষ্যে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তৃতাকালে এ কথা বলেন। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত এসএনভি নেদারল্যান্ডস অর্গানাইজেশন এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
বৈঠকে বিষয়ভিত্তিক তথ্য উপাত্ত তুলে ধরে বক্তৃতা করেন কেসিসি’র প্যানেল মেয়র মেমরী সুফিয়া রহমান শুনু, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর এস এম খুরশিদ আহম্মেদ টোনা, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ পিইঞ্জ, কেসিসি’র প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল ইসলাম, কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী মোঃ সাবিরুল আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ ও নগর পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক আহসানুল কবীর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারিকুল ইসলাম, এসএনভি’র কান্ট্রি ডিরেক্টর জেসান বেলানগার, এডিবি’র কনসালট্যান্ট ডেভিড রবিনসন, সেক্টর লিডার মার্ক পেরেস জেসাস, কেসিসি’র কঞ্জারভেন্সী অফিসার মোঃ আনিসুর রহমান, সহকারী কঞ্জারভেন্সী অফিসার নূরুন্নাহার এ্যানী প্রমুখ।
পাওয়ার পয়েন্টের মাধ্যমে কেসিসি’র স্যানিটেশন কার্যক্রমের ওপর তথ্য উপাত্ত তুলে ধরেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, শুভেচ্ছা বক্তৃতা করেন চীফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার, সঞ্চালনা করেন কুয়েটের অধ্যাপক মোঃ খালেকুজ্জামান এবং উপস্থাপনা করেন এসএনভি’র অ্যাডভাইজার শহীদুল ইসলাম ও কর্মকর্তা কেকা অধিকারী।খবর বিজ্ঞপ্তি