সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সিঙ্গাপুরে ড্রিমস অ্যারাইভড ব্যান্ডের সম্মাননা পেলেন তানভীর | চ্যানেল খুলনা

সিঙ্গাপুরে ড্রিমস অ্যারাইভড ব্যান্ডের সম্মাননা পেলেন তানভীর

চ্যানেল খুলনা ডেস্কঃসিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশীদের তৈরি ব্যান্ডদলের উদ্বোধন এবং গান গেয়ে প্রবাসী দর্শকদের মুগ্ধ করলেন তানভীর তারেক। মেরিন ইঞ্জিনিয়ার ও অন্যান্য পেশায় নিয়োজিত একঝাঁক তরুণদের গড়া ব্যান্ডদল ‘ড্রিমস অ্যারাইভড’ এর লঞ্চিং অনুষ্ঠানে উদ্বোধক ও আমন্ত্রিত শিল্পী হিসেবে টানা ৩ ঘন্টার পারফর্মেন্স করলেন তিনি।

সিঙ্গাপুরের পেনজুরু রিক্রিয়েশন সেন্টারে প্রায় ৩ হাজার প্রবাসী দর্শকদের সামনে বাংলাদেশের ব্যান্ড মিউজিক নিয়ে বক্তব্য প্রদান ও গান গেয়ে শোনান তানভীর তারেক। সঙ্গে ছিলেন সিঙ্গাপুরে বেস্ট সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে পুরস্কৃত কণ্ঠশিল্পী রুবেল। অনুষ্ঠানে সিঙ্গাপুরের মেরিন ইঞ্জিনিয়ারদের সংগঠন ও ড্রিমস অ্যারাইভড এর কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন তানভীর তারেক।

উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের বিশিষ্ট প্রবাসী ব্যক্তিত্ব রাজিউর রহমান, মোহাম্মদ সাইফুল ইসলাম, সিঙ্গাপুর প্রবাসী ভারতীয় চিত্র পরিচালক মুরারী রক্ষিত। সবশেষে ৬ সদস্যদের ব্যান্ডদল ড্রিমস অ্যারাইভড তাদের গান পরিবেশন করে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আফজালুন্নেসা তাপসী।

বর্ণাঢ্য এই আয়োজন প্রসঙ্গে তানভীর তারেক বলেন, সিঙ্গাপুরে এই নিয়ে ৬ষ্ঠ বারের মতো কোনো আয়োজনে অংশ নিলাম। তবে কয়েক হাজার তরুণদের অংশ গ্রহণে দর্শকদের এত উচ্ছ্বাস কখনও দেখিনি। কারণ প্রবাসে শ্রমজীবী তরুণেরা মূলত একটুখানি বিনোদনের খোরাক খুঁজে বেড়ায়।

সেখানে ড্রিমস অ্যারাইভড নামের ব্যান্ডদলটি দীর্ঘদিনের নিষ্ঠা আর প্রচেষ্টায় সিঙ্গাপুর কমিউনিটিতে এক দারুণ গ্রহণযোগ্যতা তৈরি করেছে। আমি নিজেও এই ব্যান্ডটির জন্য কাজ করছি। কারণ ব্যান্ডদলটিতে বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মেধাবী মিউজিসিয়ানরা এক প্লাটফর্মে সম্মিলিত হয়েছেন।

তিনি বলেন, সবমিলিয়ে তারুণ্যে ভরা এই ব্যান্ডদলটির সঙ্গে আমার পরিবেশনায় ছিল আইয়ুব বাচ্চুর সেই তুমি, হাসতে দেখো গাইতে দেখো ও আমার নিজের বন্ধু গানটি। হল ভর্তি এই দর্শকদের উচ্ছ্বাসে সত্যিই দারুণ অনুপ্রাণিত হলাম। ভালো লাগলো সম্মাননা পেয়ে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া আরও ২৭ জন

ঢাকা মেডিকেল থেকে ‘ভুয়া নারী চিকিৎসক’ আটক

সাবেক আইজিপি ও কেএমপি কমিশনারসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আদালত চত্বরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ওপর ডিম নিক্ষেপ

আমির হোসেন আমু গ্রেপ্তার

কাকরাইল মসজিদে সাদপন্থিদের ঢুকতে দেওয়া হবে না তাবলিগ জামাত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।