শীতের আগমনের শুরুতেই ভৈরব নদের তীরবর্তী খুলনা সিটি কলেজ এর ৫৮ বছর পূর্তি উপলক্ষে প্রথম রিইউনিয়নের সূচনা হয়। ১৯৬৫ সালে সিটি নাইট কলেজ হিসেবে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু।
শুক্রবার (২৭ অক্টোবর) সুন্দর সকাল ৮টা ৪০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্যদিয়ে এ অনুষ্ঠানের সূচনা হয়। খুলনার মেয়র ও এ প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র তালুকদার আব্দুল খালেক সূচনা পর্বে প্রধান অতিথি ছিলেন। এ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বদিউজ্জামান, উপাধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম সরদার, উদযাপন কমিটির আহবায়ক শেখ মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তসলিম আহমেদ আশা, সাবেক জিএস তারিক মাহমুদ তারা, সাবেক ভিপি ফায়েজুল ইসলাম টিটো, কেসিসির কমিশনার জেড এ মাহমুদ ডন উপস্থিত ছিলেন।
এরপর ৫৮ বছর পূর্তির ফলক উন্মোচন ও কেক কাটা হয়। এরপর কলেজ অঙ্গন থেকে শুরু হয় শোভাযাত্রা।